জেলার যো কোন সরকারী দপ্তরে যে কোন সেবার জন্য আবেদন এখন অনলাইনে করা যায়। অনলাইনে আবেদন করতে লগ ইন করুনঃ www.dckushtia.gov.bd.অনলাইনে আবেদনের সুবিধাঃ ১। সময় ও যাতায়াত খরচ কম ২। হাতের কাছেই সেবা ৩। হয়রানির ঝামেলা নেই ৪। অভিযোগ জানানোর সুযোগ। যেকোন সেবার আবেদন দাখিল করুনঃ ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র উপজেলা ই-সেবা কেন্দ্র যে কোন সাইবার ক্যাফে/ ইন্টারনেট সংযুক্ত দোকান থেকে ঘরে বসেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস